Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

ক্রমিক নং

প্রকল্প

সেবা/কার্য্যক্রম

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়কাল

ডাবল লিফটিং সেচ প্রকল্পের মাধ্যমে সেচ কার্য্যক্রম

১। প্রাথমিক ও সেকেন্ডারী কার্য্যক্রমের মাধ্যমে সেচের পানি কৃষকের জমিতে সরবরাহ প্রদান করা।

২। উপজেলা সেচ কমিটি কর্তৃক বিভিন্ন শক্তি সম্বলিত সেচ যন্ত্র সেচ চার্জ আদায়ের মাধ্যমে সরবরাহ

৩। পানির অপচয় রোধ কল্পে সেচ অবকাঠামো নির্মাণ।

৪। কৃষক/সেচ যন্ত্র চালক/ম্যানেজারদের প্রশিক্ষণ প্রদান

৫। সেচ যন্ত্র মেরামত রক্ষনাবেক্ষন কল্পে ফ্রি সার্ভিস প্রদান।

১। সেচের পানির অপচয় রোধ , পানির সুষ্ঠু ব্যবহার এবং মাধ্যমে সেচখরচ বাড়ানো যাহাতে কৃষকের উৎপাদিত ফসলের খরচ কমানোর মাধ্যমে কৃষক সরাসরি সুবিধা ভোগ করে।

২। কৃষক, সেচযন্ত্র ও স্কীম ম্যানেজারগণকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা।

১। বছরে প্রতি শুষ্ক মৌসুম অর্থাৎ নভেম্বর হতে  এপ্রিল পর্যন্ত সেচ সেবা কার্য্যকাল।

২। বর্ষা মৌসুমে প্রশিক্ষণ সেবা কার্য্যকাল সম্পন্ন হয়।

বৃহত্তর ময়মনসিংহ এবং টাঙ্গাইল সেচ উন্নয়ন কার্য্যক্রম

১। বৈদুত্যিক সেচ যন্ত্রের মাধ্যমে সেচ সেবা প্রদান।

২। পানির অপচয় রোধ ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সেচ অবকাঠামো নির্মাণ।

৩। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা।

কৃষক গ্রুপ সুষ্ঠু সেচ ব্যবস্থাপনার মাধ্যমে সেচের সুবিধা গ্রহণ করে ফসলের উৎপাদন খরচ কমে সুবিধা গ্রহণ করে।

স্কীম ম্যানেজার, সেচ যন্ত্র চালক ও কৃষকগ্রুপ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি গ্রহণ করে প্রশিক্ষিত হওয়া।

জরীপ ও পরিবিক্ষণ প্রকল্প

১। সেচের পানির গুণাগুণ পরীক্ষা করা।

২। ভূ-গর্ভস্থ পানির স্থিতি পরীক্ষা করা।

৩। ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির ব্যবহারে সুবিধা অসুবিধা সেচের পানির পরিমাণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

আধুনিক প্রযুক্তি গ্রহণে কৃষক গ্রুপ সরাসরি সম্পৃক্ত।